নারীশিক্ষার প্রসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রশংসনীয় পদক্ষেপ সমূহ গ্রহন করেছে। মেয়েদের স্বাচ্ছন্দ্যময় বিকাশের জন্য এখন দেশে স্বতন্ত্র নারীশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা নারী শিক্ষার বিস্তারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রেক্ষাপটে প্রতি জেলায় সরকারি মহিলা কলেজ স্থাপন প্রকল্পের আওতায় ২০০০সালে বান্দরবান সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে প্রতিষ্ঠিত হলেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এবং শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদনক্রমে ২০০৮ সালে সর্বপ্রথম এই কলেজে পাঠদান কার্যক্রম শুরু হয়। ১লা জুন ২০০৯ সালে বান্দরবান সরকারি মহিলা কলেজকে জাতীয়করণ করা হয় ।
বান্দরবান সদরের বালাঘাটায় মনোরম পরিবেশে তিন একর এলাকাজুড়ে অবস্থিত কলেজটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যাল, মুজিব কর্ণার, শহীদ মিনার, তিনটি ছাত্রীনিবাস, পর্যাপ্ত শ্রেণিক্ষক, শিক্ষক ডরমিটরী, আইসিটি ল্যাব, সুসজ্জিত বিজ্ঞানাগার, লাইব্রেরি সহ প্রয়োজনীয় অবকাঠামো বিদ্যমান। কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগে সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। কলেজটিতে পর্যায়ক্রমে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণি চালুর পরিকল্পনা আছে।