EIIN NO: 131933

বান্দরবান সরকারি মহিলা কলেজ

বালাঘাটা, বান্দরবান পার্বত্য জেলা
নোটিশ :
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ বাস চলাচলের সময়সূচী ক্লাস রুটিন ছুটির তালিকা
অধ্যক্ষের বাণী ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত

প্রফেসর ড. মোহাম্মদ রেয়াজুল হক ১৯৬৯ খ্রিস্টাব্দের ২১ মে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম ইস্পাত কারখানা মাধ্যমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং ১৯৮৬ সালে হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ, চট্টগ্রাম থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৮৯ এবং ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে যথাক্রমে বি.এসসি (সম্মান) এবং এম.এসসি ডিগ্রি লাভ করেন। সরকারি চাকরিতে যোগদানের পূর্বে তিনি এসিআই লিমিটেড-এ প্রোডাক্ট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ১৬তম বিসিএসে নির্বাচিত হওয়ার পর রাঙ্গামাটি সরকারি কলেজে রসায়ন বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০২ খ্রিস্টাব্দে তিনি রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে বদলি হয়ে চট্টগ্রাম কলেজে যোগদান করেন। চট্টগ্রাম কলেজে কর্মরত থাকাকালীন তিনি অধ্যাপক ড. মুহম্মদ ইদ্রিস আলীর সাথে যৌথভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনটি বই প্রকাশ করেন, যেগুলো হচ্ছে- ‘তাপগতিবিজ্ঞান এবং তড়িৎ রসায়ন’ (Thermodynamics and Electrochemistry), ‘দশা সাম্যবস্থা’ (Phase Equilibria) এবং ‘কঠিন অবস্থার রসায়ন ও রাসায়নিক ক্রিস্টালোগ্রাফি’ (Solid ‍State Chemistry and Chemical Cryslallography)। এর আগে, তিনি ১৯৯৯ খ্রিস্টাব্দে বগুড়ার NTRAMS-এর সহপ্রশিক্ষণার্থীদের সাথে মিলে ‘উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা’ প্রথম এবং দ্বিতীয় প্রত্র পুস্তক দু’টি রচনা করেন। তিনি ১৯৯৯ সালে NTRAMS থেকে কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা অর্জন করেন। ২০১২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি তাঁর বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, মুরারি চাঁদ কলেজের জনাব মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের ডক্টর এসএম আফজাল হোসেন এর সাথে মিলিত হয়ে এনসিটিবি কর্তৃক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অনুমোদিত রসায়ন-১ এবং রসায়ন-২ পাঠ্যপুস্তক দুটি রচনা করেন। ২০২০ খ্রিস্টাব্দে তিনি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন। ২০২০ খ্রিস্টাব্দে তিনি ইউএনএমসিতে জমা দেওয়া তার অ্যাসাইনমেন্ট এবং গবেষণাপত্র সম্বলিত ‘Education Theory and Practices' নামে একটি বই প্রকাশ করেন। ২০২৩ খ্রিস্টাব্দের বই মেলায় তাঁর ‘Egypt Diary’ পুস্তকটি প্রকাশ করেন যেখানে মিশর ভ্রমণের প্রাণবন্ত বর্ণনা পাওয়া যায়। স্থানীয় ও আন্তর্জাতিক জার্নালে তার দশটি প্রকাশনা রয়েছে। এছাড়াও ভ্রমণ এবং ঐতিহ্য অন্বেষণের উপর সংবাদপত্রে বেশ কয়েকটি নিবন্ধ লিখেছেন। উপরন্তু, তিনি শিশুদের জন্য দৈনিক আজাদী পত্রিকায় অনেক লেখা প্রকাশ করেছেন।

অধ্যক্ষের বাণী

শিক্ষা শুধু জ্ঞান অর্জন নয়, বরং সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা, যা তাদের ভবিষ্যৎ নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে সহায়তা করবে" ... আরও পড়ুন

Online Admission

জাতীয় সংগীত

জরুরী সেবা

All Right Reserved ©  Developed By- CTG HOST IT